রাজবাড়ীতে সড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আজ বুধবার (পহেলা জুন) সকালে রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, প্রাইভেটকার ও মাহেন্দ্রোর এই ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহমান। বুধবার (পহেলা জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে। চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও তিনজন মারা গেছে। বাকি একজন সেখানে ভর্তি আছে।