ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মায়ামীতে বৃটিশ হাইকমিশনে গেছেন বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। সেখানে রানির প্রতি শোক জানাতে রাখা বইয়ে স্বাক্ষর করেন তিনি। বুধবার (১৪ই সেপ্টেম্বর) দেশটির হাইকমিশন পরিদর্শন করেন তিনি।

এসময় ইকবাল আহমেদ ব্রিটিশ কনসাল জেনারেলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রয়াত রানীর সঙ্গে বাংলাদেশের স্মৃতিচারণ করেন।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬) গত ৮ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেন। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।