যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি ফিউনারেল সার্ভিস নামের একটি সমাজসেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশি নেতৃবৃন্দ স্পাইসি চিলি রেস্টুরেন্টে একত্রিত হয়ে এই সংগঠন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেন।

মূলত, ফ্লোরিডায় বাংলাদেশিদের মৃত্যুর পর দাফনের সম্পূর্ণ কার্যক্রম ও সমাহিত করতে প্রয়োজনীয় ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করার ব্যাপারে এই সংগঠনটি কাজ করবে।

প্রবাসী জীবনযাত্রার মধ্যে থেকেও ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষে দাফন সম্পন্ন করার সামর্থ হয়ে ওঠেনা। বেশ কিছুদিন ধরে এ সমস্যা দেখা দিলে স্থানীয়রাই সহযোগিতা করে আসছেন।

মায়ামী থেকে পাম বিচ পর্যন্ত একই ধরনের ভোগান্তিতে না পড়লেও ধীরে ধীরে এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এসব দিক বিবেচনা করে স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ একটি সমাজসেবামূলক সংগঠনের পরিকল্পনায় বৈঠকে বসেন। ওই বৈঠকে বাংলাদেশি ফিউনারেল সার্ভিস নামক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।

এই সংগঠনের প্রথম পদক্ষেপ হবে প্রয়োজনীয় দরিদ্র পরিবারের দাফন খরচ বহন করা, যা প্রায় চার হাজার আটশত ডলার।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, এই সমাজসেবামূলক মানবিক কর্মকান্ড অব্যাহত রাখতে পারলে আগামীতে বাংলাদেশিদের মাধ্যমে কবরস্থান স্থাপন করা হবে।

বৈঠকে ফ্লোরিডার বিভিন্ন কমিউনিটির ৪৫ জন উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য- মোঃ জামান, দিনাজ খান, মোঃ হক হায়দার, আলি নুর মঞ্জু, কামাল আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ পাপ্পু, আরিফুল হক, ওসমান চৌধুরী অপু, ফিরোজ খান, আহমেদ হিমেল, আবদুল বি জাহাঙ্গীর, মোঃ আমিন, আয়ুব হাসান, নাঈম খান দাদন, টিটন মালিক, দাদন খান, নওশেদ পবন, মোঃ মহসিন, আহমেদ মিথেল, আবু ইদ্রিস লাবু, জব্বার মাতব্বর, মোঃ বাবুলম মোঃ বাবর, মোঃ মাসুদ, আহমেদ চৌধুরী, সেলিম সিকদার, বদরুজ্জামান শিবলু ও জাকির হোসেন।