ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে আগামীকাল সোমবার (১৯শে সেপ্টেম্বর)। বাকিংহাম প্রাসাদ থেকে এ তথ্য দেয়া হয়েছে। খবর বিবিসি।
রানীর শেষকৃত্য উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে ব্রিটেনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এবং বিদেশি অতিথি তার শেষকৃত্যে অংশ নিচ্ছেন।
গত ৮ই সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছরের শাসনে অসংখ্য স্মৃতি রেখে গেছেন তিনি।
এদিকে, রানীকে শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনিস্টার প্রসাদের বাইরে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত বিবরণ এরই মধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সোমবার (১৯শে সেপ্টেম্বর) সকালের দিকে রানীর মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে।
রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
সোমবার সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী দুই মিনিটের নীরবতা পালন করা হবে।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানির মরদেহ লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হবে। সেখানে উইন্ডসর ক্যাসলের পাশে সেন্ট জর্জ গির্জায় আরেকটি ছোট প্রার্থনা হবে।
উইন্ডসরের ডিন সেখানে একটি প্রার্থনা পরিচালনা করবেন। প্রায় ৮০০ জন লোক এতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এসব হয়ে যাওয়ার পর সোমবারই রানীর পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের জন্য আরেকটি প্রার্থনা সভা হবে।
এরপর রানীকে সমাহিত করা হবে সেন্ট জর্জেস চ্যাপেলে। একই সাথে তাঁর স্বামী প্রিন্স ফিলিপকেও সমাহিত করা হবে।