গাজার রাফাহ শহরে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ও আহত হয়েছেন অনেকে। শুক্রবার (২৯শে ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) গাজার রাফাহ শহরে কুয়েত হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে এ হামলা চালায় ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ হামলার পর আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেন, ‘ইসরাইলি ওই বিমান হামলায় আবাসিক ভবনটি মাটিতে মিশে গেছে। বাস্তুচ্যুত মানুষরা ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন।’
তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্স কর্মী এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের টেনে বের করে আনার কাজ অব্যাহত রয়েছে।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, গাজার প্রতিটি কোণায় ইসরাইল বোমাবর্ষণ করছে। এতে সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলে রকেট হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এছাড়াও আহত হয় আরও ৮ হাজার ৭৩০ জন। এ হামলার জবাবে ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এরপর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় নির্বিচার এ হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এ হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির – কিছুই বাদ যায়নি।
ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।