ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ’র হয়ে জয়সূচক গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড। প্রায় দেড় মাস পর জালের দেখা পেয়েছেন মার্কাস রাশফোর্ড। আর তাতে জয়ের ধারায় ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলের সেরা চারেও ফিরেছে এরিক টেন হাগের দল।
এক ম্যাচ আগেই এভারটনের কাছে পরাজিত হয়েছিল ম্যানইউ। শেষ চারের দৌঁড়ে টিকে থাকতে এদিন জয়ের কোনো বিকল্প ছিল না তাদের কাছে। এমন ম্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখে রাশফোর্ড-দালোতরা। প্রথম ১৫ মিনিটে চারবার ব্রেন্টফোর্ডের রক্ষণে হানা দেয় তারা। তবে বারবার ফিনিশিং দিতে ব্যর্থ হয়।
২৭তম মিনিটে আর হতাশ হতে হয়নি তাদের। কর্নার থেকে লাফিয়ে হেড করেন সাবিতজার। সেই বল চলে যায় রাশফোর্ডের কাছে। সেখান থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন রাশফোর্ড।
ম্যাচের ৪০তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেতে পারতো ম্যানইউ। তবে ব্র“নো ফার্নান্দেজের শট ব্লক হয় গোলমুখ থেকে। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ম্যানচেস্টার দ্বিতিয়ার্ধেও চাপ ধরে রেখে খেলতে থাকে। তবে কাজের কাজটি হয়নি। শেষ ৪৫ মিনিটে কোনো শট তারা গোলমুখে নিতে পারেনি।
এসময়ে বেন্টফোর্ডও ছিল ধারহীন। গোটা ম্যাচে কেবল তারা একটি শট লক্ষ্যে রাখতে পেরেছে। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে, দিনের আরেক ম্যাচে ওয়েস্টহ্যামকে ৫-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।
তাতে ২৮ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে টেবিলের চারে। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৭২, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির ৬৪।