ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া। অভিযানে ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে আমেরিকান অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জিততে পারে ইউক্রেন। তবে এই সংঘাত কতদিন স্থায়ী হবে তা বলতে পারেননি তিনি। কেবল জোর দিয়ে বলেছেন যে, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়।

আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘যদি মস্কোর উদ্দেশ্য হয়, কোনোভাবে সরকার পতনের চেষ্টা করা এবং তাদের নিজস্ব পুতুল শাসন প্রতিষ্ঠা করা। তাহলে ৪৫ মিলিয়ন ইউক্রেনীয়রা এটিকে প্রত্যাখ্যান করতে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেভাবে যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়নি।’

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক ছয় দিনের ইউরোপ সফরের শুরুতে ব্রাসেলসে তার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেলকে সাক্ষাৎকার দিয়েছেন। সে সময় এসব কথা বলেন তিনি। ইউক্রেনীয় জনগণেরও প্রশংসা করেন ব্লিঙ্কেন।

সূত্র: বিবিসি।