ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর জরুরি বৈঠকের পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাইডেন। খবর ডেইলি সাবাহর।
বাইডেন বলেন, আমি জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাবনা উত্থাপন করেছি। যদি এটি করা না হয়, ইন্দোনেশিয়া এবং অন্যরা এতে একমত না হলে আমাদের উচিত ইউক্রেনকেও জি ২০-এর মিটিংয়ে যুক্ত করা।
বিশ্বের বৃহৎ ১৩ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে গঠিত গ্রুপ ২০। যেটি প্রধান বৈশ্বিক সমস্যা নিয়ে কাজ করে।
এ ছাড়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে হামলা অব্যাহত রাখার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন এবং পশ্চিমা মিত্ররা।
ইউক্রেন ইস্যুতে ন্যাটো বিভক্ত হয়ে পড়বে বলে ধারণা করা পুতিনের বড় ভুল ছিল উল্লেখ করে একট সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন্যাটো, ইইউ এবং সাতটি অর্থনীতির গ্রুপের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলেছে। তিনি (পুতিন) ভাবেননি যে, আমরা এই সংহতি বজায় রাখতে পারব। কিন্তু ন্যাটো এখনকার মতো ঐক্যবদ্ধ আগে কখনও ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাটোর দেশগুলো ও অন্যান্য মিত্ররা রাশিয়ার ওপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার মার্কিন পদক্ষেপ থেকে বিরত রয়েছে।
সম্মেলনে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপরে বিশেষ গুরুত্বারোপ করার পাশাপশি জোট তার প্রতিরক্ষা ও প্রতিরোধ করার জন্য কী পদক্ষেপ নেবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর মাদ্রিদ শীর্ষ সম্মেলনের আগে তার ভবিষ্যৎ গঠনের পদক্ষেপ ও সিদ্ধান্ত নিয়েও আলোচনা করেন শীর্ষ নেতারা। বৈঠকে পূর্ব ইউরোপে ন্যাটোর দীর্ঘমেয়াদি অবস্থানেরও মূল্যায়ন করা হয়।
এ ছাড়া শীর্ষ সম্মেলনের আগে সদস্য দেশগুলোর নেতারা ন্যাটো সদর দপ্তরে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং তা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।