ইউক্রেনের সাপের দ্বীপের (স্নেক আইল্যান্ড) দখল নিয়েছে রুশ বাহিনী। তবে এই মুহূর্তে প্রশংসায় ভাসছেন সেখানকার ১৩ জন ইউক্রেনীয় সেনা। কৃষ্ণ সাগরের এই দ্বীপটির দখল নিতে রুশ যুদ্ধ জাহাজ এগিয়ে গেলে আত্মসমর্পণে অস্বীকৃতি জানান তারা। পরে বোমা বর্ষণে নিহত হয়েছেন এই ইউক্রেনীয় সেনারা।

টুইটার, টিকটক এবং অন্যান্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে স্নেক আইল্যান্ডের ওই ১৩ প্রহরীর শেষ বাক্যগুলো।

রুশ যুদ্ধজাহাজ থেকে বলা হয়, ‘আপনাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিচ্ছি, অন্যথায় আমরা গুলি শুরু করবো, শুনতে পাচ্ছেন?’ জবাবে ইউক্রেনীয় প্রহরীদের বলতে শোনা যায়, ‘রুশ যুদ্ধজাহাজ নিজের কাজে যাও।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই প্রহরীদের সাহসী আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। বলেছেন, তাদের মরণোত্তর বীর হিসেবে পুরস্কৃত করা হবে। তিনি বলেন, ‘আমাদের জিমিনি (স্নেক আইল্যান্ড) দ্বীপ, শেষ সময় পর্যন্ত রক্ষা করে, সীমান্ত প্রহরীরা বীরের মতো প্রাণ দিয়েছে। কিন্তু তারা হতাশ হয়নি।’

সূত্র: বিবিসি