ডক্টর মুহাম্মদ ইউনূস সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতি আহবান জানিয়েছেন। যা রাষ্ট্রদ্রোহীতার পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
এসময় ডক্টর ইউনূস মধ্যবর্তী নির্বাচনের জন্য যে আবেদন জানিয়েছেন, তা অসাংবিধানিক এবং গণতন্ত্রের রীতিনীতি বর্জিত বলেও জানান ওবায়দুল কাদের।
এছাড়াও ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমানের উস্কানি ও নির্দেশনায় তান্ডব ও হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত, ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা।
কোন আন্দোলনকারীর উপর গুলির নির্দেশনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।