ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে সাজা ঘোষণার পরপরই জামিনও পেয়েছেন রাহুল গান্ধী।বৃহস্পতিবার (২৩ মার্চ) ভারতের সুরাটের দায়রা আদালত ২০১৯ সালের করা মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়। দুই বছরের জেলের সাজা হলেও আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে।

২০১৯ সালে, রাহুল গান্ধী মোদি উপাধি নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়। ওই সময় রাহুল বলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেছিলেন তিনি।এ ঘটনায় পদবি অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।

আইনজীবী কিরীট পানওয়ালা জানিয়েছিলেন, বিচারক রাহুলকে বৃহস্পতিবার আদালতে হাজির থাকতে বলেছেন। সূত্রের খবর, কড়া নিরাপত্তার মধ্যে রাহুল আদালতে উপস্থিত হন। বিচারক দু’বছরের সাজা ঘোষণা করেন। ফৌজদারি দণ্ডবিধির যে ধারায় মামলা দায়ের হয়েছে তাতে বিচারক কংগ্রেস নেতাকে জেল হেফাজত দিয়েছেন।

সংসদে গত দশ দিন ধরে সাবেক কংগ্রেস সভাপতির ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছে ভারতের শাসক দল বিজেপি। গণতন্ত্র নিয়ে রাহুলের লন্ডনে বলা কথা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বস্তুত বিজেপির এমপিদের হট্টগোলের ফলেই দিনের পর দিন সংসদ মুলতুবি হয়ে যাচ্ছে।