উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। বহু ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন জীবন্তকিংবদন্তি এই সংগীতশিল্পী। কোটি কোটি সংগীতপ্রেমী শ্রোতা দর্শককে গানে মুগ্ধ করে চলেছেন বিগত ষাট বছরেরও বেশি সময় ধরে। ৭১ পেরিয়ে আজ ৭২ বছরে পা রাখলেন এই গানের পাখি।
জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাইছেন রুনা লায়লা। এবারের জন্মদিন পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে খ্যাতিমান এই কণ্ঠশিল্পীর গান। দেশের বাইরেও বিপুল জনপ্রিয় তিনি। এখন পর্যন্ত ১৮টি ভাষায় ১০ হাজারের বেশিগান গেয়েছেন তিনি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দি রেইন’, ‘যাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমাতে প্লে-ব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন।