ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক বছর আগে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এতে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।
প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি দেশ সমর্থন করে, ৩১টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। খবর বিবিসির।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, টানা দু’দিনের বিতর্কের পর বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পাস হওয়া প্রস্তাবে ইউক্রেনের ‘সার্বভৌমত্ব’ এবং ‘আঞ্চলিক অখণ্ডতা’ এর পক্ষে সমর্থন পুনঃনিশ্চিত করা হয়েছে। এছাড়া রুশ দখলে চলে যাওয়া ইউক্রেনীয় অংশগুলোতে রাশিয়ার যে কোনও দাবি প্রত্যাখ্যান করা হয়েছে ওই প্রস্তাবে।
বিতর্কের সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ভালো এবং মন্দের মধ্যে’ যেকোনও একটিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে যুদ্ধের প্রথম বার্ষিকীর প্রাক্কালে হওয়া এই ভোটাভুটিতে গত বছরের অক্টোবরের তুলনায় কিয়েভের প্রতি সমর্থন সামান্য পরিবর্তিত হয়েছে। সেসময় ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছিল।
এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধে আরও একবার জোরালো ভাষায় আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এই যুদ্ধ ইউরোপ এবং সারা বিশ্বকে কতটা বিপদগ্রস্ত করে তুলেছে তা তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় বছরে গড়ালো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়। একবছরে রাশিয়া ও ইউক্রেনের অস্ত্রের ঝনঝনানিতে প্রাণ গেছে বহু মানুষের। মুখ থুবড়ে পড়ে গোটাবিশ্বের অর্থনীতি। কার্যত অচল হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য। এখনো যুদ্ধ থামার লক্ষণ নেই। বরং যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার সব উপকরণ হাজির হয়েছে।