রুশ হামলায় ইউক্রেনের শীর্ষ ধনী ও তার স্ত্রী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওলেক্সি ভাদাটুরস্কি এবং তার স্ত্রী রাইসা এক ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন। শনিবার দিবাগত রাতে তাদের বাড়িতে এই হামলা চালানো হয়। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণের শহর মাইকোলাইভের নিজ বাড়িতে অবস্থান করছিলেন ৭৪ বছরের ওলেক্সি ভাদাতুরস্কি ও তার স্ত্রী রাইসা। শনিবার রাতে সে বাড়িটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলে দু’জনই নিহত হন। ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানিকারক প্রতিষ্ঠান নিবুলন কোম্পানির মালিক ছিলেন ভাদাতুরস্কি।
খবরে আরো বলা হয়েছে, মিকোলাইভ শহরে রুশ সেনারা ব্যাপক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়াভিচ বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর এ শহরে এটিই সবচেয়ে বড় হামলা।
আঞ্চলিক নেতা ভিটালি কিম বলেন, ‘মাইকোলাইভ অঞ্চলের জন্য অনেক কিছু করেছেন ভাদাতুরস্কি। কৃষি ও জাহাজ নির্মাণশিল্পের উন্নয়নে তার অবদান কখনই ভোলা যায় না।’
তবে এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।