রুশ বাহিনীর হামলায় দেশটির পূর্বাংশের ডনবাস অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। বৃহস্পতিবার গভীর রাতে দেয়া ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় এই ভূখণ্ডটি মূলত একটি শিল্প এলাকা এবং বর্তমানে এই অঞ্চলকে ঘিরেই সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে মস্কো।
তিনি আরো বলেন, ডনবাসে দখলদাররা আরও শক্তি প্রয়োগের চেষ্টা করছে। এই অঞ্চলটি নরকে পরিণত হয়েছে। বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া ইউক্রেনে প্রায় তিনমাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে। পরে রাশিয়ান বাহিনী তাদের লক্ষ্য স্থির করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়। এ লক্ষ্যেই সে অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। এতেই রুশ সেনাদের ব্যাপক গোলাবর্ষণে বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের এই শিল্প এলাকা।
ইউক্রেনের বন্দর নগরীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটিতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চলসহ খেরসন ও চেরনিহিভ অঞ্চলে গোলাবর্ষণ করছে রাশিয়া। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।