রূপসী বাংলার কবি খ্যাত জীবনানন্দ দাসের মৃত্যুদিবস আজ। বাংলা সাহিত্যের অন্যতম এ কবি ১৯৫৪ সালের এ দিনে তিনি কলকাতার বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।

জীবনানন্দকে বলা হয় বাংলা সাহিত্যের অন্যতম বিশুদ্ধ কবি। কেউ কেউ তাকে কবিদের কবি বলেও উল্লেখ করেছেন। আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ তিনি। তার কবিতায় পরাবাস্তবতার দেখা মিলে।

জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ ১৯৫৩ সালে নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। ১৯৫৫ সালে তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।

কবিতা ছাড়াও সাহিত্যের নানা অঙ্গনে কবি জীবনানন্দ দাসের বিস্ময়কর অবদান রয়েছে। যতোই দিন যাচ্ছে জীবনানন্দ গবেষকরা তার নানা দিক আবিষ্কারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছেন।