লের টিকিট কালোবাজারি এখন নেই। আসন্ন ঈদ যাত্রায় ট্রেন যাত্রীদের ভোগান্তি কমাতে যে ব্যবস্থা নেয়া হয়েছে এর থেকে ভালো ব্যবস্থা হতে পারে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

আজ শুক্রবার (৫ই এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এবার মানুষের রেল যাত্রা নিয়ে কোন অভিযোগ নেই। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে দিনাজপুরের পার্বতীপুর পযর্ন্ত আন্তঃনগর এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত শাটল ট্রেন চালু করা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন, তথ‍্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর এবং ব‍্যাবিলন রিসোর্সেস লিমিটেডের আয়োজনে ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জেলার পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলার ৭৫ জন নারীর মধ্যে ল‍্যাপটপ বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ (পিপিএম)।