নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পতিত সরকারে সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিলো অর্থনৈতিক খাত। যার মধ্যে রিজার্ভ কমা, ডলারের দাম বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ কমা, আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা। ৫ অগাস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা।

এ প্রেক্ষিতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিট্যান্স এ্যাওয়ার্ডের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। যেখানে দশটি ব্যাংককে দেয়া হয় রেমিট্যান্স এ্যাওয়ার্ড। আনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে গেল ছয়মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ ও রফতানি আয়। সম্প্রতি ডলার বাজার অস্থিরতার জন্য এগ্রিগেটারদের দায়ী করেন তিনি। বর্তমানে দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ রয়েছে বলেও জানান তিনি। বলেন পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে বিদেশি আইনজ্ঞ নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় রোডম্যাপ প্রকাশ পেলেই দ্রুতসময় সময়ে নির্বাচনের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেই ফিরবে বিদেশি বিনিয়োগ। বিদেশে বাংলাদেশীদের রাজনৈতিক বিশৃংখলায় বাংলাদেশের ইমেজ ও ব্র্যান্ডিং নষ্ট হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।