আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়। মঙ্গলবার (১৩ই জুন) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বিয়ের যাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। তখনই এটি ডুবে যায়। পরে উদ্ধার অভিযানে নামে দেশটির ফায়ার সার্ভিসসহ নিরাপত্তা বাহিনী।

এখন পর্যন্ত ১০০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে প্রায়ই বর্ষা মৌসুমে দুর্ঘটনা ঘটে থাকে।

এক বিবৃতিতে গভর্নরের অফিস বলেছে, ‘নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।’

নাইজেরিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালের মে মাসে নাইজার নদীর একই স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। সে সময় ১৬০ জনের মৃত্যুর হয়েছিল।