দক্ষিণ কোরিয়ায় একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সংবাদমাধ্যম এফপি এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হয়। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার।
নিহত ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি তখন সাউথ গিওঙ্গস্যাং প্রদেশে কৃষিপণ্য বিতরণ সেন্টারে রোবট সেন্সর অপারেশন পরীক্ষা করছিলেন। কারখানায় ব্যবহৃত ওই রোবটটি তখন ক্যাপসিকাম তুলে নিয়ে বাক্সে ভরে তা প্রক্রিয়াকরণ করছিল।
পুলিশ বলেছে, এমন সময় সেখানে উপস্থিত হন ওই ব্যক্তি; কিন্তু রোবটটি মানুষ ও বাক্স আলাদা করে চিনতে পারেনি।
রোবটিক হাত দিয়ে ওই ব্যক্তির শরীরের উপরের অংশকে চাপ দিয়ে পরিবাহক বেল্টের ওপর ফেলে দেয়। তারপর তার মুখ ও বুকের ওপর প্রচণ্ড জোরে চাপ দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
এর আগে দক্ষিণ কোরিয়ার ৫০ বছরের আরেক ব্যক্তি রোবটের হাতে আহত হন। তিনি একটি অটোমোবাইল পার্টস তৈরির কারখানায় কাজ করার সময় রোবটের ফাঁদে আটকে পড়েন। এতে মারাত্মক আহত হন তিনি।