ক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে নিজঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্পে এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইলিয়াস (৪৩) রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ‘সি’ ব্লকের আবুল কাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।

জানা গেছে, গত রাতে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে হত্যা করেন। ঘটনার পর উখিয়া থানার একদল পুলিশ সেখানে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ওসি শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।