যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পশ্চিম লন্ডনের হেইস এলাকায় হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় উল্লেখযোগ্য বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়ায় হিথ্রো বিমানবন্দর শুক্রবার (২১ মার্চ) সারা দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২১ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সাবস্টেশনটি থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানবন্দরে। এর ফলেই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দশটি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ৭০ জন দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছে। আশপাশের প্রায় ১৫০ জনকে তাদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে, কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে তা এখনও স্পষ্ট জানায় নি কর্তৃপক্ষ।
হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, অগ্নিনির্বাপক কর্মীরা যদিও কাজ করছেন, কিন্তু তারপরও স্পষ্ট নয় যে-ঠিক কখন বিদ্যুৎ পুনরায় চালু করা যাবে।
এদিকে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে। এছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মূলত অতীতে “লন্ডন বিমানবন্দর” নামে পরিচিত এই স্থপনাটি বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ বিমানবন্দর। যেখানে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি ফ্লাইট চলাচল করে। ২০২৪ সালে এই বিমানবন্দর দিয়ে রেকর্ড ৮ কোটি ৩৯ লাখ যাত্রী যাতায়াত করেছেন।