তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার পেলেকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ শনিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে। বিগত কয়েক বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন ফুটবলের রাজা পেলে।

রয়টার্সের খবর অনুযায়ী আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি। এই বিষয়ে টুইট করেছেন কিলিয়ান এমবাপ্পেও। পেলের সুস্থতা কামনা করে তার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানান এমবাপ্পে।

বিগত কয়েক বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন ফুটবলের রাজা পেলে। ৩ বারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলারকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

রয়টার্সের খবরের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেও টুইট করেছেন পেলের জন্য সবার কাছে প্রার্থনা চেয়ে। এর আগে ক্যান্সারের জন্য অস্ত্রোপচারও করতে হয়েছিল ৮২ বছর বয়সী পেলের।

ডাক্তাররা জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। এবার লাইফ সাপোর্টে নেওয়ার খবরে তার জন্য প্রার্থনায় মগ্ন হবেন ব্রাজিলিয়ানরা।