রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, লায়ন্স ক্লাব জনকল্যাণমূলক কাজে আরো বেশি সম্পৃক্ত হলে আর্ত মানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানবসেবা ও অন্যান্য কল্যাণমূলক কাজে অন্যদের উৎসাহিত করতে লায়ন্স ক্লাবের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
আজ শনিবার (৮ই জুন) রাজধানীতে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবে বার্ষিক সম্মেলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় লায়ন্স ক্লাবের মত একটা সমাজসেবা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যা থেকে জনগণ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে।
রাষ্ট্রপতি মন্তব্য করেন, মানব কল্যাণে নিবেদিত বড় মনের মানুষদের সংখ্যা আমাদের মত উন্নয়নকামী রাষ্ট্রে দিন দিন যত বৃদ্ধি পাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ততই সহজ হবে।
মো. শাহাবুদ্দিন বলেন, আজকাল ভুঁইফোড় কিছু প্রতিষ্ঠান মানব সেবার নামে মানুষের সাথে প্রতারণা করে। মানবসেবাকে অর্থ কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কেউ যাতে সেবাদানের নামে ব্যবসা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে লায়ন্স ক্লাব কে পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।