ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনো বিপদসীমার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আজ শনিবার (১১ই জুন) সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, শুক্রবার সকাল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। বর্ষাকাল আসলেই পানি বাড়ার এই প্রবনতা দেখা যায়।
এদিকে, তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চরাঞ্চলের পাট, ভূট্টাসহ সবজী খেত পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, শেরপুরের ঝিনাইগাতীতে কয়েকটি এলাকায় পানি কমতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া কন্ট্রোল রুম সূত্র জানায়, টানা বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানিতে হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী, সিন্দুনা কালিগঞ্জ উপজেলার চরবৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছসহ চরাঞ্চলের গ্রামগুলোর ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে।