গণঅভুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ৪৬টি লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ।
বুধবার আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর ঘটনায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার থেকে গ্রেপ্তার করে তাকে ঢাকায় পাঠানো হয়।
আসামী শহিদুলসহ ১৭ জনের বিরুদ্ধে ২৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউটর জানান শহিদুল জুলাই- আগস্ট গনহত্যা হামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী।