লা লিগায় নতুন মৌসুমের শুরুটা মোটেই ভালো হয়নি বার্সেলোনার। প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে শুরু হয়েছিল মৌসুম। তবে দ্বিতীয় ম্যাচে এসেই সেই ক্ষততে প্রলেপ দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয় ম্যাচেই বড় জয় নিয়ে ছন্দে ফিরেছে জাভি এরনান্দেসের দল। রবার্ট লেভানডস্কির জোড়া গোলে তুলে নিয়েছে মৌসুমের প্রথম জয়। সান সেবাস্তিয়ানে রোববার রাতে রিয়াল সোসিয়াদেদকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা।
বার্সেলোনার স্বপ্নের মতো শুরু এনে দেন পোলিশ তারকা লেভানডস্কি। ম্যাচের ৪৬ সেকেন্ডেই গোল করেন তিনি। রিয়াল সোসিয়েদাদও জবাব দিতে বেশি সময় নেয়নি। ষষ্ঠ মিনিটেই তারা ফেরে সমতায়।
এরপর আর বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি বার্সা। তবে দ্বিতীয়ার্ধে আনসু ফাতি বদলি নামতেই পাল্টে যায় চিত্র। পাসিং ফুটবলের পসরা সাজিয়ে সোসিয়াদেদ ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখে।
ফলস্বরূপ ৬৬তম মিনিটে ফের একবার এগিয়ে যায় তারা। এবার দলের হয়ে গোল করেন ওসমান ডেম্বেলে। মিনিট দুয়েক পর নিজের ৩৪তম জন্মদিনের উপলক্ষ জোড়া গোল করে রাঙান লেভানডস্কি। গোলের যোগানদাতা সেই ফাতি।
৭৯তম মিনিটে জালের দেখা পান ফাতি। বক্সের সামনে থেকে লেভানডস্কির ফ্লিক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। বাকিটা সহজেই সারেন তিনি। বাকি সময়ে আর উল্লেখযোগ্য সুযোগ মেলেনি।
তাতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দুই ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৪।