লা লিগায় এমেরিক আবুমেয়াংয়ের জোড়া গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে তাদের দ্বিতীয় স্থান মজবুত হয়েছে।

ক্যাম্প ন্যুয়ে মঙ্গলবার (১০ই মে) রাতে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা।

বার্সা জিতলেও শুরুটা করেছিল সেল্টাই। চতুর্দশ মিনিটে ইগো আসপাসের শট দারুণ দক্ষতায়  স্টেগান না ফেরালে পিছিয়ে পড়তে পারতো স্বাগতিকরা। মিনিট কয়েক পরই চমৎকার চ্যালেঞ্জে বিপদমুক্ত করেন রোনাল আরাহো। মিনিট কয়েক পর জেগে উঠে বার্সাও। ২১তম মিনিটে আক্রমণে যায় তারা। তবে সেল্টার রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি।

আক্রমণ ও প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচে প্রথম গোল আসে ৩০তম মিনিটে। দেম্বেলে ও মেমফিসের নৈপুণ্যে এগিয়ে যায় বার্সেলোনা। মেমফিসের শট ঝাঁপিয়ে গ্লাভস ছোয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি সেল্টা গোলরক্ষক।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা। ডি বক্স থেকে দ্রুতগতির শটে এবার গোল করেন এমেরিক আবুমেয়াং। গোলের যোগানদাতা ছিলেন সেই মেমফিস ডিপাই। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সা দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোর লাইন ৩-০ করে ফেলে। ৪৮তম মিনিটে আবুমেয়াংয়ের করা এই গোলেও দারুণ অবদান দেম্বেলের।

বার্সেলোনার ডিফেন্ডারদের ভুলে দুই মিনিট পরেই ব্যবধান কমান আসপাস। সেল্টা যখন ম্যাচে ফেরার আভাস দিচ্ছিল তখনই ঘটে দুর্ঘটনা। ৫৮তম মিনিটে লালকার্ডের সুবাদে ১০ জনের দলে পরিণত হয় সেল্টা। ফলে শক্তি হারিয়ে বলার মতো কোনো আক্রমণে উঠতে পারেনি তারা। তাতে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় জাভির শিষ্যদের।

চার দলের স্প্যানিশ সুপার কাপে খেলতে লিগে রানার্সআপ হতেই হবে বার্সেলোনাকে। এই জয়ে সেই পথে বেশ এগিয়ে গেল তারা। ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দৃঢ় করল নিজেদের অবস্থান। রানার্সআপ হওয়ার দৌড়ে থাকা সেভিয়া (৬৫) ও আতলেতিকো মাদ্রিদের (৬৪)।

৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা রিয়াল মাদ্রিদ।