স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হেরে গেছে রিয়াল মাদ্রিদ। রোববার দিবাগত রাতে ডার্বিতে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ চার তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে জায়গা করে নিয়েছে গতবারের লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

অবশ্য বলতে গেলে নগর প্রতিদ্বন্দ্বীদের সুযোগই করে দিয়েছিল রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি। দলের সেরা তারকাদের প্রায় সবাইকেই দেন বিশ্রাম। সে সুযোগই কাজে লাগায় দিয়াগো সিমিওনের দল। অগোছালো ফুটবল খেলা রিয়াল প্রথম গোলের জন্য শট নিতে পারে ৩৬তম মিনিটে।

পুরো ম্যাচে তাদের শট মাত্র তিনটি। আক্রমণ করেছে ৯টি। অন্যদিকে, অ্যাটলেটিকো গোটা ম্যাচে শট নিয়েছ সাতটি ও আক্রমণ করেছে ১৫টি। ৪০তম মিনিটে কারাসকোর সফল স্পট কিকে এগিয়ে যায় আটলেটিকো। এরপর আর কোনো গোল হয়নি।

এই জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬ পয়েন্ট পেছনে পড়ে গেছে পাঁচে থাকা রিয়াল বেটিস।

আগেই শিরোপা জেতে রিয়ালের পয়েন্ট ৮১ই থাকল। ৬৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। তিনে থাকা সেভিয়ার পয়েন্ট ৬৪।