ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে উড়িয়ে দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের আসর শুরু করলো সিরি এ’র ক্লাব নাপোলি। বুধবার রাতে নাপোলির ডিয়াগো আরমেন্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অল রেডসরা ৪-১ গোলে হেরেছে। ইতালির ক্লাবটির হয়ে জোড়া গোল করেন পিত্তর জেলেনেস্কি, একটি করে গোল করেন জিওভানি সিমিওনে ও আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগিসা। লিভারপুলের একমাত্র গোলটি করেন লুইস দিয়াস।

স্বাগতিক দর্শকদের হইচইয়ে মুখর মাঠে লিভারপুলের শুরুটা ছিল ঢিলেঢালা। ম্যাচের ৫ মিনিট না পেরোতেই জেমস মিলনার বক্সে ‘হ্যান্ডবল’ করেন। নাপোলি উইঙ্গার মাত্তেও পোলিতানোর শট মিলনারের হাতে লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে লিভারপুলের দুঃস্বপ্নের শুরু করেন পিওতর জেলেনস্কি।

১৮ মিনিটেই গোলের ব্যবধান দ্বিগুণ করতে পারতো নাপোলি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিতে ধরা পড়ে নাপোলির ভিক্টর ওসিমেনকে নিজেদের বক্সে ফাউল করেছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। জিওভানি সিমিওনের গোলে ব্যবধান আরও বাড়ে। বাইলাইনের কাছ থেকে আনগিসা খুঁজে নেন সিমিওনেকে। ফাঁকা জালে বল পাঠান আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই স্কোরলাইন ৪-০ করেন জেলেনেস্কি। তার প্রথম শট আলিসন ফিরিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টা রুখতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক।

৪৯তম মিনিটে লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন দিয়াস। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান কলম্বিয়ান এই ফরোয়ার্ড।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে রেঞ্জার্সকে ৪-০ গোলে হারিয়েছে আয়াক্স।