এমিরেটস স্টেডিয়ামে রবিরাতে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও লিভারপুল। যুর্গেন ক্লপের দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে ইপিএলের লিগ টেবলের শীর্ষে উঠে এল মাইকেল আর্তেতার আর্সেনাল। মহম্মদ সালাহদের হারিয়ে ম্যান সিটিকে লিগ টেবলের দুই নম্বরে নামিয়ে দিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলিরা।
রোববার ম্যাচের প্রথম মিনিটেই মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের থ্রু বল বক্সে পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৩৪তম মিনিটে নুনেজের গোলে সমতায় ফেরে লিভারপুল। ডান দিক থেকে লুইস দিয়াসের দেওয়া পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে রোমাঞ্চ জাগিয়ে আবারও এগিয়ে যায় আর্সেনাল। মার্তিনেল্লির ক্রস থেকে জাল খুঁজে নেন সাকা।
বিরতির পর খেলতে নেমে ফের সমতায় ফেরে লিভারপুল। বদলি হয়ে নামা ফিরমিনো জটার থ্রু পাস থেকে লক্ষ্যভেদ করেন। তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। সফল স্পট কিকে ৭৬তম মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। বক্সে জেসুস ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় তারা। ৩-২ স্কোরলাইনের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা।
৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৮ ম্যাচে মাত্র দুইটি জয় নিয়ে ১০ নম্বরে লিভারপুল।