দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণ আরো চাপে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (০৯ই জুন) ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, এই বাজেটে আইন করে লুটপাটের টাকা বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। প্রতিবার বাজেটের অর্ধেকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে ক্ষমতাসীনরা।

আমীর খসরু মাহমুদ আরও বলেন, সামাজিক নিরাপত্তা বাড়ানো হয়নি প্রস্তাবিত বাজেটে। লুটপাটের টাকা জনগণের পকেট থেকেই নেয়া হবে।