১৯ শতকে নাইজেরিয়ার বেনিন রাজ্য থেকে লুট করা ৭২টি প্রত্নবস্তু দেশটিকে ফিরিয়ে দেবে ব্রিটেনের হরনিম্যান জাদুঘর। এসব প্রত্নবস্তুর মালিকানা হস্তান্তর করা হবে নাইজেরীয় সরকারের কাছে। জানুয়ারি মাসে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস-এর অনুরোধে সাড়া দিয়ে এ সম্মতি দিয়েছে লন্ডনের জাদুঘরটি।
১৮৯৭ সালে নাইজেরিয়ার বেনিন শহর থেকে বহু প্রত্নতাত্ত্বিক বস্তু জোরপূর্বক লুট করে নিয়ে যায় ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনী। দীর্ঘ ১২৫ বছর পর সেগুলোর মধ্য থেকে ৭২টি ফেরত পাচ্ছে নাইজেরিয়া। যা বর্তমানে অক্সফোর্ডের পিট রিভার্স ও অ্যাশমোলিয়ান জাদুঘরে সংরক্ষিত আছে।
দক্ষিণ-পূর্ব লন্ডনের হর্নিম্যান জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, নাইজেরিয়া সরকারকে ৭২টি শিল্পকর্মের স্বত্ত্ব বুঝিয়ে দেওয়া হবে। শিল্পকর্মগুলোর মধ্যে বেনিন ব্রোঞ্জেস নামে পরিচিত ১২টি নামফলক ও রাজপ্রাসাদের একটি চাবি রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস (এনসিএমএম) শিল্পকর্মগুলো ফেরত চেয়ে লন্ডনের দ্য হর্নিম্যান মিউজিয়াম অ্যান্ড গার্ডেন কর্তৃপক্ষকে চিঠি দেয়। পরে লন্ডনের ওই জাদুঘর কর্তৃপক্ষ স্থানীয় লোকজন, দর্শনার্থী, স্কুলশিক্ষার্থী, গবেষক, প্রত্নতত্ত্ব পেশাজীবী এবং যুক্তরাজ্য ও নাইজেরিয়ার শিল্পীদের সঙ্গে আলোচনা করে শিল্পকর্মগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।