মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার একদিন পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দুইটি তেল শোধনাগারে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানেও ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে বলে সংশ্লিষ্টদের অনুমান। এসব ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ইউক্রেনকে সতর্ক করেছে রাশিয়া। এই হামলার পেছনে আমেরিকার ইন্ধন আছে বলে দাবি করেছে ক্রেমলিন।

তবে হোয়াইট হাউস তা অস্বীকার করে বলেছে, তারা এ ব্যাপারে বিস্তারিত খবর নিচ্ছে।

এদিকে, ইউক্রেনের রুশ অধিকৃত লুহানস্কে কিয়েভের হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ বেসামরিক নাগরিক।

গত সপ্তাহেই রাশিয়ায় পালটা হামলার হুমকি দিয়েছিল ইউক্রেন। এরপর মঙ্গলবার মস্কোর একাধিক ভবনে ড্রোন হামলা হয়। আর এর পরদিনই রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের লুহানস্কে হামলা করেছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের তৈরি হিমার লঞ্চার রকেট দিয়ে খারকিভ ও লুহানস্ক অঞ্চলে গোলা ছুঁড়েছে ইউক্রেনীয় বাহিনী। শহরগুলোতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা।

এছাড়া রুশ ভূখন্ডেও হামলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার বুধবার রুশ সীমান্তবর্তী বেলগ্রোদ শহরে ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু আবাসিক ভবন।

রাশিয়ার আন্তঃসীমান্ত অঞ্চলে এ ধরণের হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করছে বলে অভিযোগ করেছে মস্কো। তবে এ অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস জানিয়েছে, কিয়েভের এ ধরণের হামলাকে তারা সমর্থন করছে না। বরং ঘটনার পর্যবেক্ষণে তথ্য সংগ্রহ করছে ওয়াশিংটন।

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার মস্কোতে ড্রোন হামলার পর রুশ টেলিভিশনে প্রেসিডেন্ট ভ­¬াদিমির পুতিন বলেন, রাশিয়ার বেসামরিক স্থাপনা ও নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে, ইউক্রেন এর উপযুক্ত জবাব পাবে বলেও সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

এদিকে, যুক্তরাজ্যকে রাশিয়ার চিরশত্র“ বলে অভিহিত করেছেন সাবেক প্রেসিডেন্ট ও রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। রুশ ভূখন্ডে ইউক্রেনের হামলার প্রেক্ষিতে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর করা এক মন্তব্যের জেরে এ কথা বলেন তিনি। আত্মরক্ষার অংশ হিসেবে ইউক্রেনের নিজেদের সীমানার বাইরে বল প্রয়োগের অধিকার আছে বলে জানিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।