উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে লোকসভার চারটি আসনের একটি হলো মান্ডি কেন্দ্র। এখান থেকে এবার বিজেপির হয়ে লড়েছেন কঙ্গনা রানাওয়াত। আর প্রথমবারেই বাজিমাৎ করে দেখালেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মান্ডি লোকসভা আসনে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন ৪ জুন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি কংগ্রেসের হেভিওয়েট বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন।

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল নির্বাচনি যজ্ঞ শুরু হয় গত ১৯ এপ্রিল। টানা দেড় মাস পর গত শনিবার (১ জুন) শেষ হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে এই জোট। আজ সন্ধ্যা ৬টায় জানানো হয়, ভারতের মোট ৫৪৩ আসনের মধ্যে এনডিএ (বিজেপি) ২৯৪, ইন্ডিয়া (কংগ্রেস) ২৩১ এবং অন্যান্য দল ১৯ আসনে এগিয়ে আছে।