পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে নিত্যপণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকালে সংঘর্ষে প্রাণহানি হয়েছে অন্তত ২৭ জনের। নিহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যও রয়েছেন। রাজধানী ফ্রিটাউনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, অর্থনৈতিক দুর্দশা ও দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রাজপথে সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তা সহিংসতায় গড়ায়। বিক্ষোভ নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। এতে ছয় পুলিশ সদস্যসহ নিহত হয় অন্তত ২৭ জন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিয়ো জানিয়েছেন, সিয়েরা লিওনে এ ধরনের ঘটনা বিরল। ঘটনার সঠিক তদন্ত করা হবে বলেও জানান তিনি।