অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নিয়েছেন।
রোববার (১১ই আগষ্ট) দুপুর ১২টায় বঙ্গভবনে দরবার হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়া, শপথ গ্রহণ অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান, উপদেষ্টাদের বেশিরভাগ সদস্য এবং আইনজীবি ডক্টর কামাল হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে একসাথে প্রবেশ করেন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়।
এদিকে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।
গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।
বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি।
শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।