অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ায় নিজেদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে শহীদ মিনারে গণজমায়েত করলেও আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রকাশ করবে না।মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এমনই ঘোষণা দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, ‘৫ই আগস্ট সারাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। মঙ্গলবারও (৩১শে ডিসেম্বর) সারাদেশ এবং ঢাকায় মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্র্বর্তী সরকার আমাদের ঘোষণাপত্রের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে। তবে আমাদের ডাকা পূর্বঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে আবারো বেরিয়ে যান।