ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে বেশ জনপ্রিয় মুখ আল্লু আর্জুন। শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ডেবিউ হওয়ার কথা ছিল সুপারস্টারের। দক্ষিণী পরিচালক অ্যাটলির জওয়ান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল আল্লু  অর্জুনের। কিন্তু সে সুযোগ হাতছাড়া করলেন আল্লু  নিজেই। জানিয়ে দিলেন ওই সিনেমায় আর অভিনয় করা হচ্ছে না।

শাহরুখের মতোই বহু ব্যবসা সফল সিনেমার নায়ক আল্লু । এক নামে যাকে চেনে সিনেপ্রেমীরা। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আল্লু । আর সেই পুষ্পা-ই এখন কারণ শাহরুখের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার।

জানা গেছে, পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’র শুটিং শুরু হয়ে গেছে। আর সে সিনেমার চরিত্রেই ডুবে আছেন আল্লু । বিশাখাপাটনমের পর আপাতত হায়দরাবাদে শুটিংয়ে ব্যস্ত তারকা। সিনেমার চরিত্র অনুযায়ী, জিমে কসরত করে শরীর ফিট করছেন। শুটিংয়ের পর পরই বাকি সময় জিমেই কাটাচ্ছেন এ দক্ষিণী অভিনেতা।

এসব কারণে, জওয়ানের শুটিংয়ের জন্য সময় বের করতে পারছেন না আল্লু । আর তাই শাহরুখের সিনেমায় অভিনয়ে না বলতে বাধ্য হন তিনি।

এদিকে জওয়ান নিয়ে ব্যস্ত শাহরুখও। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে পাঠানকে। ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে শুট করা হয়েছে সিনেমার বেশ কিছু দৃশ্য।