‘পাঠান ও ‘জওয়ান’ সিনেমার পর এবার ২২ শে ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের আরেক সিনেমা ‘ডানকি’। সিনেমাটি নির্মাণ করেছেন রাজ কুমার হিরানি।
টিজার প্রকাশের পর ‘ডানকি’ এর প্রথম গান ‘লুট পুট গায়া’ প্রকাশ হয়। এবার এলো দ্বিতীয় গান।
গানটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, আবেগঘন গানটি এই সিনেমায় তার সবচেয়ে প্রিয় ট্র্যাক। ‘নিকলে থে কাভি হাম ঘার সে’ শিরোনামের গানটি নিজের শহর ছেড়ে অন্য দেশে স্থায়ী হওয়ার কথা বলে।
‘নিকলে থে কাভি হাম ঘার সে’ গানটি মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং স্বদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ।
সোনু নিগম ও শাহরুখ জুটির এই গানে আবারও মুগ্ধ ভক্তরা।
এটি চলচ্চিত্রের সারমর্মকে ধারণ করে যা ‘ডানকি ফ্লাইট’-এর গল্পের চারপাশে আবর্তিত হয়। ‘ডানকি ফ্লাইট’ একটি রুট যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা ভারত ছেড়ে অন্য দেশে চলে যায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়।
ভারতীয়রা, বিশেষ করে পাঞ্জাবিরা প্রায়ই নিজেদের পছন্দের দেশে প্রবেশের জন্য অবৈধ পথ ব্যবহার করেন।