চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইট থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ শনিবার (০২ মার্চ) সকালে বিমানটি শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দারা এক যাত্রীর ব্যাগ তল্লাসী করে। এসময় একটি হাই প্রেশার ওয়াটার পাম্পের ভিতর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে G9-526 বিমানটি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযানে একটি হাই প্রেশার ওয়াটার পাম্পের ভিতর থেকে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।


কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, ব্যাগেজে থাকা কোভ্যাক্স হাই প্রেসার ওয়াশার মেশিনের ওজন অস্বাভাবিক হওয়াই যাত্রীসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্বর্ণকার কর্তৃক কাটার মেশিনের সাহায্যে সাহায্যে কাটা হয়। এরপর ওই মেশিনের রোলারের ভেতর বিশেষভাবে লুকানো একটি দণ্ডাকৃতির পিণ্ড পাওয়া যায়। যা বাংলাদেশ জুয়েলারি সমিতির সার্টিফাইড স্বর্ণকার দ্বারা পরীক্ষা করা হয়। পাওয়া যায় ২৪ ক্যারেটের ১ হাজার ১০০ গ্রাম স্বর্ণ।
ওই যাত্রীর দেহতল্লাশি করে ২২ ক্যারেটের দুটি স্বর্ণের চুড়ি, চারটি আংটি পাওয়া যায়। চারজন ১০০ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণ ডিএম মূলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
যাত্রী দুজনের বিষয়ে কাস্টম শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রক্রিয়া চলছে।