বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে প্রায় ২০ ঘণ্টা হতে চললো। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি। ফলে লিওনেল মেসিও পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি।

এবার বাড়ি ফেরার পালা। কেননা সেখানে যে লাখ লাখ আর্জেন্টাইন অপেক্ষা করে রয়েছে তাদের জন্য! কাতার থেকে ইতালির রোম হয়ে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পৌঁছাবেন তারা।

আজ (সোমবার) সকালবেলা তাদের বহনকারী বিমান রওনা দেয় ইতালির উদ্দেশ্যে। ইতালির রোমে কিছুক্ষণ যাত্রাবিরতির পর আবার আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হয় তাদের বহনকারী বিমান।

ইতিমধ্যে ইতালিতে অবস্থান করার সময় মেসি বিমানে বসে বিশ্বকাপ ট্রফি হাতে একটি ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এছাড়াও নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনারাও ছবি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিশ্চয়ই মেসিদের জন্য বিশ্বকাপ জয়ের বড় উদযাপন অপেক্ষা করছে আর্জেন্টিনায় ! যা তারা হয়ত কল্পনাতেও আনতে পারবেন না।