সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। এতে করে শ্যুটিংয়ের মাঝপথে ঢাকায় ফিরতে হয়েছে তাকে।

গত ১৬ই জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে ‘মেঘনা কন্যা’ নামে একটি সিনেমার শ্যুটিং এ যান এই চলচ্চিত্র নায়িকা। শ্যুটিংয়ের মধ্যেই বুকে ব্যথা, কাশি, মাথাব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্যুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখান। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। পরিচালকের সঙ্গে কথা বলে ২১শে জানুয়ারি ঢাকা চলে আসেন এই চিত্রনায়িকা। এরপর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে পুরোপুরি বিশ্রামে আছেন তিনি।

মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে তাকে। চিকিৎসক অন্তত ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাকে।

মেঘনা কন্যা সিনেমার জন্য আটদিনের জন্য বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে গিয়েছিলেন ববি। জায়গাটি বরিশাল শহর থেকে অনেক দূরে। ওই চর থেকে বরিশাল শহরে আসার একমাত্র বাহন ট্রলার।

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হচ্ছে মেঘনা কন্যা সিনেমা। গত ১১ই জানুয়ারি ঢাকার গুলশান ক্লাবে মেঘনা কন্যার মহরত অনুষ্ঠিত হয়। এটি প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ববি। বিভিন্ন চরিত্রে আরও আছেন সাজ্জাদ হোসাইন, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবাসহ অনেকে।