বলিউডের ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্তের ব্যক্তি জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বিভিন্ন সময়ে তাকে কারাভোগ করতে হয়েছে। এজন্য তার বদনামও রয়েছে বেশ। তা সত্ত্বেও এ অভিনেতার প্রতি তার অনুরাগীদের ভালোবসার শেষ নেই।
এবার সঞ্জয়ের ভক্তদের জন্য মন খারাপ করা খবর হলো, শুটিং সেটে বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। তার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় চলচ্চিত্রে পা রাখতে চলেছেন সঞ্জয়। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা।
ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে। অভিনেতা আহত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং।
তবে আশার কথা হলো, প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলে জানা গেছে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সঞ্জয়ের অনুরাগীরা। তারা সামাজিক মাধ্যমে সঞ্জয়ের সুস্থতা কামনা করেছেন।
সম্প্রতি শাহরুখের ‘জওয়ান’ সিনেমায় ক্যামিও চরিত্রে আছেন সঞ্জয়। প্রথমে এ ছবিতে অতিথি চরিত্রে থাকার কথা ছিল আল্লু অর্জুনের। কিন্তু তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেওয়ায় শাহরুখের পাশে দাঁড়ান সঞ্জয়।