গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এই মামলায় ৩৯১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ থেকে ১ হাজার জনকে আসামী করা হয়েছে।
এ মামলায় এক নম্বর শেখ হাসিনা ও দুই নম্বর ওবায়দুল কাদেরকে আসামী করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও হল ছাত্রলীগের নেতাকর্মীদের ও আসামি করা হয়েছে।