রাজধানীর চানখাঁরপুলে পুলিশের গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসের মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার (২রা অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেছেন আনাসের নানা সাইদুর রহমান খান বাদল। এসময় আনাসের মা সানজিদা খান দীপ্তি তার ছেলের হত্যায় জড়িত ও হুকুম দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, তারা আনাসের মতো শিশুদের হত্যার ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচারের কাজ করবেন। একইদিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের পক্ষ থেকে এনডিএম এর পক্ষ থেকে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের দাবি আওয়ামী লীগসহ ১৪ দলকে যেন অন্ততপক্ষে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ নিয়ে মোট ৩১টি আলাদা আলাদা অভিযোগ দায়ের করা হলো। এর মধ্যে ১৩টি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া হয়েছে। বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়।