আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির ‘উত্তরাধিকার’ হচ্ছেন শেখ হাসিনা।
আজ শনিবার (১০ই ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর গত ৪৮ বছরে তাঁর মত জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। এখন সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা।
নেতাকর্মীদের মূল্যায়নে শেখ হাসিনার দক্ষতার প্রসঙ্গ তুলে কাদের বলেন, প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালান, তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাঁচ বছরের প্রতিটা দিনই নির্বাচনি কার্যক্রম চালান।
তিনি যখন কোনো অঞ্চলে যান, সেখান থেকে এক দুইজনের নাম লিখে রাখেন।“যখন জাতীয় সংসদ বা সংরক্ষিত নারী আসনে নির্বাচন হয়, তখন ওই ডায়েরি থেকে নামগুলো এনে ঠিক করে নেন।”
তিনি বলেন, “বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার (শেখ হাসিনা) মত জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা। তিনি বাংলাদেশের রূপান্তরের রূপকার। যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বার বার বাংলার জয়গান গেয়েছেন।”
আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছাড়াও স্বতন্ত্র সংসদ সদস্যররাও ছিলেন বর্ধিত সভায় ।