স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্ট জননেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) আল সালাম রেস্টুরেন্টে ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের উদ্যোগে এর আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুনের সভাপতিত্বে ও আঊয়াল দয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ফ্লোরিডা ষ্টেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নাইম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার চৌধুরী, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শিব্বির, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ নেতা ওসমান চৌধুরী, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নেতা আব্দুল ওয়াহেদ মাহফুজ।

বিশেষ আলোচক ছিলেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: এমরান, বীর মুক্তিযোদ্ধা এ বি এম গোলাম মোস্তফা, ফ্লোরিডা ষ্টেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ আলী, ফ্লোরিডা ষ্টেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমন করিম, ফ্লোরিডা ষ্টেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং এফবিটিভি সিইও টিটন মালিক, সাংগাঠনিক সম্পাদক লিটন মজুমদার কোষাধক্য আওলাদ হাওলাদার, আলম আসু, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কলকাতা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরাজ চৌধুরী ইমু, ফ্লোরিডা ষ্টেট যুবলীগ সাধারণ সম্পাদক মো: খোরশেদ, আওয়ামী লীগ নেতা মো: তাজ।

আমন্ত্রিত আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন ফ্লোরিডা ষ্টেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাহবুব, ফ্লোরিডা ষ্টেট মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সামসুন নাহার, ফ্লোরিডা ষ্টেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, প্রচার সম্পাদক মিল্টন মজুমদার, ফ্লোরিডা ষ্টেট যুবলীগের সহ-সভাপতি ডা: আনোরুল করিম, সহ-সভাপতি উত্তম দে, সাংগঠনিক সম্পাদক অসিম রয়, ফ্লোরিডা স্টেট যুবলীগের সাবেক নেতা ইফতেখার হোসেন রিংকু, ফ্লোরিডা ষ্টেট সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, সাবেক ছাত্রসেতা এবং মহানগর স্টে আওয়ামী লীগের স্থানীয় নেতা মো: মোরশেদ  এবং নারী ফ্লোরিডা সভানেত্রী সোনিয়া মান্নান খান। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন স্টেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ এবং ফ্লোরিডা স্টেট যুবলীগের টিটু আলম।

সভায় বক্তারা বলেন, আগস্ট মাস আসলেই বাঙ্গালী জাতি শোকে শোকাহত হয়ে পড়ে। সেই শোককে শক্তিতে পরিণত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অন্তরে ধারণ করে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। লাল সবুজের পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে জাতীয় নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে। জাতির পিতার রক্তের প্রতিশোধ নিতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে তাই জননেত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও শহীদদের জন্যে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের নৈশ ভোজের আপ্যায়ন করা হয়।