অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সুপার টুয়েলভে নাটকীয়তাপূর্ণ শেষ ওভারের একেবারে শেষ বলে গিয়ে পাকিস্তানকে হারালো ভারত।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেলো ভারত।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে ৫৩ বলে ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন ভিরাট কোহলি।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টুয়েলভের উত্তেজনায় ঘেরা ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক রহিত শর্মা।

আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয় দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। ইনিংসের দ্বিতীয় ওভারে দলের ১ রানে আর্শদিপ সিংয়ের বলে রিজওয়ান আউট হলে প্রথম সাফল্য পায় ভারত। ১৫ রানের মাথায় বাবর আজমকেও সাজঘরে ফেরায় ভারতীয় এই বামহাতি পেসার।

এরপর ব্যাট করতে নেমে পাকিস্তান কে ম্যাচে ফেরায় শান মাসুদ ও ইফতিখার আহমেদ। এই দুই ব্যাটসমেনের অর্ধশত রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। ৪২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন শান মাসুদ। ৩৪ বল খেলে ৫১ রান করেন ইফতিকার আহমেদ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আর্শদিপ সিং ও হার্ডিক পানডে।

জয় পেতে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলের ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পরে রহিত শর্মার দলটি। তবে ভিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ বলের রোমাঞ্চে ম্যাচ জিতে শেষ হাসি হাসে ভারত। ৫৩ বলে কোহলির সর্বোচ্চ ৮২ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে ১৬০ রান করে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। আর এর মধ্য দিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে বড় হারের প্রতিশোধ নিলো ভিরাট কোহলি-রহিত শর্মারা।