বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্কিত, চর্চিত এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তি। বুম্বা দার সাথে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পদার্পণ করেন এবং তারপরই শুরু হয় তার জয় যাত্রার। অনেক অল্প বয়সে সিনেমায় লিড অভিনেত্রীর ভূমিকায় কাজ করেন শ্রাবন্তি। ক্যারিয়ারে সাফল্যের চুড়ায় পৌছতে পারলেও ব্যেক্তিগত জীবনে বিবাহ জীবন নিয়ে ব্যর্থ অভিনেত্রী। অনেক অল্প বয়সে পরিচালক রাজীবের সাথে বিয়ে সারেন অভিনেত্রী।

বেশ কিছু বছর পর এই বিয়ে ভেঙে যায় এবং অভিনেত্রী তার ছেলেকে নিয়ে এগিয়ে যান। তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন নেট দুনিয়ায়। আজ বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তীর জন্মদিন। মিমির জন্মদিনে বিশেষ পোস্ট দিলেন শ্রাবন্তি। বন্ধুকে মামনি বলে লিখলেন অভিনেত্রী।

আজ শনিবার সকাল থেকেই শ্রাবন্তী অন্য মেজাজে। ‘বাবু সোনা’র পরে জীতু কমলের সঙ্গে তিনি ফের বিদেশে শুটে ব্যস্ত। তার ইনস্টাগ্রাম স্টোরিতে লন্ডনের বৃষ্টিভেজা সকাল। কলকাতার মতোই আকাশ সম্পূর্ণ মেঘলা। অবিরাম বৃষ্টি।

চুটিয়ে উপভোগ করছেন এমন পরিবেশ। জলেভেজা ছবি দিয়ে বক্তব্যও রেখেছেন ক্যাপশনে। লিখেছেন, ‘নতুন কিছু শিখুন। ভিন্ন কিছু চেষ্টা করুন। নিজেকে বোঝান, আপনার কোন সীমা নেই!’

শ্রাবন্তীর এক ছবিতেই জমে গেছে মন্তব্যের ঘর। পর্দার তারকাদের ঢল মন্তব্য বিভাগে। মিমি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মামণি।’ মিমির মতোই একে একে মুখ খুলেছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, অদ্রিজা রায়, মৌনি রায়। কেউ বলেছেন, শ্রাবন্তী যেন আগুন। স্যাঁতসেঁতে পরিবেশেও উষ্ণতা ছড়াচ্ছেন। কারওর মতে, আজ আর অন্য দিকে কারও নজর সরবে না!

এদিকে সম্প্রতি ঘর ভেঙেছে টলিউড তারকা দম্পতি নবনীতা-জিতুর। এতে অনেকে দায়ী করছেন শ্রাবন্তীকে। কেননা জিতুর সঙ্গে নতুন একটি ছবিতে অভিনয় করছেন তিনি। সেকারণেই অনেকে ভেবেছেন শ্রাবন্তীই বুঝি মাথাটা খেয়েছেন জিতুর। পরে অবশ্য নবনীতা এ ধারণা নাকচ করে দেন।